সিয়াম কাজী সভাপতি, রাহিম তালুকদার সাধারণ সম্পাদক এবং শাহরিয়া ইসলাম সীমান্ত কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঝালকাঠি সদর উপজেলা শাখার কমিটি ষোষনা করা হযেছে।
জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক কালরুল হাসান রুমির সভাপতিত্বে শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে ঝালকাঠি পুর্বচাঁদকাঠি ব্রাকমোড়স্থ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষনা করা হয়।
সদর উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সভাপতি সিয়াম কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির দফতর সম্পাদক ও জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সভাপতি মেহেদী হাসান আবির।
সভায বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঝালকাঠি জেলার শাখার সাধারণ সম্পাদক মো. নাইম উদ্দিন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, লুতফুর রহমান, জেলা ছাত্রফ্রন্টের দফতর সম্পাদক মো. রাকিবুল হাসান সহ সদর উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর নেতা কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান আবির বলেন, ‘জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রীক দল। এই দলটি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৫ বছরে কোনো দুর্নাম ও দুর্নীতির নজির নেই।’ সভা শেষে শিক্ষার্থীদেরকে জাকের পার্টি ছাত্রফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।