নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের জয়সী গ্রামের হেমায়েত উদ্দিন খানের স্ত্রী মাকসুদা বেগম ও তার দুই ছেলে আবুল বাশার খান এবং মনজুরুল আলম খানের ১৪ শতাংশ জমি জোর করে দখলের চেষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সারে ৯ টার দিকে এঘটনা ঘটে। মাকসুদা বেগম এর অভিযোগ, তার মা আমিরুন নেছা ওরফে আমিরন ২০২২ সালের মে মাসের ১২ তারিখ লেস প্রতাপ মৌজার ৪৬৬ নং খতিয়ানের ৬২, ১৫৯ ও ১৯১ নং দাগ থেকে ১৪ শতাংশ জমি দানপত্র রেজিষ্ট্রি দলীল করে দেন মাকসুদা বেগম ও দুই ছেলে আবুল বাশার খান এবং মনজুরুল আলম খানের নামে। ৬২ নং দাগ থেকে ভোগ দখল উল্লেখ করা হয়। কিন্তু মাকসুদা বেগম এর মামাতো ভাই নবগ্রাম ইউনিয়নের আসিয়ার গ্রামের আব্দুল করিম খান (ফক্কার) এর ছেলে মো. হানিফ খান ও আলী আজিম খান বাদল সহ অজ্ঞাত ৭ থেকে ৮ জন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে যায়। এসময় তারা সাইনবোর্ড ও বেরা ভেঙ্গে ফেলে। আমরা সহ বিভিন্ন গাছ উপরে ফেলে। জমির কাছে আসলে প্রাণ নাশের হুমকী দেওয়া হয়। মাকসুদা বেগম তার বৃদ্ধ স্বামী হেমায়েত উদ্দিন খানকে নিয়ে বাড়িতে একা একা বসবাস করেন। তার বড় ছেলে আবুল বাশার খান ঢাকায় চাকুরি করে এবং ছেটে ছেলে মনজুরুল আলম খান দুবাই বসবাস করেন। মাকসুদা বেগম তার বৃদ্ধ স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন । বিভিন্ন সময় এরা মাকসুদা বেগম এর কাছে এই জমির বাবদ ১০ লাখ টাকা দাবি করত, আর বলতো আমারে টাকা দিলে সমাধান হবে টাকা না দিলে জমিতে আসতে দিব না। তারা এব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তবে অভিযুক্ত মো. হানিফ খান ও আলী আজিম খান বাদল এর সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঝালকাঠি সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ‘ লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠির জয়সী গ্রামে জমি দখলের চেষ্ঠা
0
Share.