নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থীদের মাঝে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ এসএম মাহফুজ আলম। জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক দিলারা খানম । অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা। বক্তারা বলেন, লিগ্যাল এইড এর কল্যাণে বর্তমানে অনেকে আইন সহায়তা পাচ্ছেন। আইন সকলের জানাতে ও মানতে হবে। জেলা লিগ্যাল এইড অফিস এর আয়োজন করে। এতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের শতাধিক প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে।
ঝালকাঠিতে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারনামূলক সভা অনুষ্ঠিত
0
Share.