নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে বরিশাল র্যাব-০৮ এর সদস্যরা। সোমবার সকালে শহরের মদোন মোহন আখড়া বাড়ি মন্দিরে এসে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বরিশাল র্যাব-৮ এর কমান্ডার বিএন অধিনায়ক আরাফাত ইসলাম ও এডিশনাল এসপি মো. মাসুদুর রহমান মনির। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপদ পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) অলোক সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরনী, সহ-সভাপতি জয়ন্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। পরে ঝালকাঠি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এসময় আসন্ন দূর্গা পূজা নিরাপদে, নির্ভিগ্নে ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত করার জন্য প্রশাসন সব সময় মাঠে সক্রিয় রয়েছে। এসকলকে সচেতন থাকার আহবান জানান হয়।
ঝালকাঠির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে র্যাব
0
Share.