ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল। এতে জেলার পাঁচ হাজার লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডাক্তার এইচএম জহিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। ৫ হাজার মানুষকে এ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এসময় ফ্রি চিকিৎস্যা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

Share.

Leave A Reply