নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর উপজেলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির নতুন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ কর্মশালায় ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মো: সাহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম । মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মিজানুর রহমান। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিও-র জেলার প্রধানগণ, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রধানগণ, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তার বলেন, কাতারভিত্তিক দাতাসংস্থা শিলাটেক এর অর্থায়নে পরিচালত ‘আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পটি বাংলাদেশের ১৬ টি জেলার ২৪ টি উপজেলায় পরিচালিত হবে। ঝালকাঠি সদর উপজেলায় ২০২৩-২০২৬ মেয়াদে পরিচালিত এ প্রকল্পটি তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান, মেন্টরিং এবং অর্থায়নের ফলে উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
ঝালকাঠিতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
0
Share.