ঝালকাঠিতে জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পুর্ব চাদকাঠি এলাকার ইশারা কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করার লক্ষেই এই কর্মী সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঝালকাঠি জেলা শাখা।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. টিপু সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘হাসিনা সরকারের কোনো লোক যেনো শ্রমিক দলে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের ভাড়া করা লোকের প্রয়োজন নেই। শ্রমিক দলের পাশে শ্রমিরাই যথেষ্ঠ। তিনি আরো বলেন, যারা বিগত ১৬ বছরে নির্যাতনের স্বিকার হয়েছে তাদের মুল্যায়ন করা হবে। হাসিনা পতনের জন্য ২৪’র ছাত্র-জনতা আন্দলনে অনেক শ্রমিকরা জীবন দিয়েছে।’

টিপু সুলতান আরো বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ আমাদের মুল লক্ষ্য। আমরা অর্থশালী না হলেও আমরা কর্মঠ। আমাদের ব্যাংক ব্যলেন্স নাই কিন্তু আমাদের দু’টি করো হাত-পা আছে আমরা স্বাধীন ভাবে কর্মকরে খেটে খেতে চাই।’

সভায় বক্তব্য দিয়েছেন নলছিটি, রাজাপুর, কাঠালিয়া এবং ঝালকাঠি সদর উপজেলা এবং জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দরা। কর্মীসভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ।

Share.

Leave A Reply