শ্রমিকদলের নেতাকর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদের বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে জেলা শ্রমিকদলের নেতাকর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।

শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান,সাধারন সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তানজের আলী সহ সদর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান বলেন, ‘আজকে রাজাপুর উপজেলায় একটি অনুষ্ঠানে শ্রমিকদলের কমিটি নিয়ে আমাদের সাথে নাসিম আকন খারাপ ব্যবহার করেন।সেখানে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত ছিলেন। তার সামনে আমাদের অপমান করেছে পরে আমরা সেখান থেকে চলে এসেছি।আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি এছাড়া লিখিত অভিযোগ দেওয়া হবে। তারা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে শ্রমিকরা নাসিম আকনকে লাঞ্ছিত করবে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে একাধিক বার ফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি।

Share.

Leave A Reply