ঝালকাঠিতে জিয়া শিশু কিশোর মেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: জিয়া শিশু কিশোর মেলা ঝালকাঠি জেলার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন। জিয়া শিশু কিশোর মেলা জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সিনিয়ক সহসভাপতি নেয়ামুল বাসার মনকা, সহসভাপতি মীর তুহিন, বরিশার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বক্তব্য রাখেন। সভায় জিয়া শিশু কিশোর মেলা ঝালকাঠি জেলার পূর্ণাঙ্গ কমিটির সকলকে পরিচিত করিয়ে দেওয়া হয়। পাশাপাশি জিয়াউর রহমানের জীবনী নিয়ে শিশু কিশোরদের মাঝে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়। আব্দুল আজিজ খলিফা সভাপতি, দুলাল সাহা সিনিয়র সহ-সভাপতি, মো. মফিদুল ইসলাম সাধারণ সম্পাদক, সাগড় শাহজাহান সাংগঠনিক সম্পাদক ও সৌরভ মন্ডলকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

Share.

Leave A Reply