নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চৌপালা গ্রামে ইটভাটার জন্য বেকু দিয়ে মাটি কাটায় বসত ঘর, সড়ক ও কালভার্ট ভাঙ্গনের মুখে পরেছে বলে অভিযোগ পাওয়াগেছে। অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চৌপলা এলাকায় ঝালকাঠি-বিনয়কাঠি সড়কের পাশে মাহাদী ব্রিকস নির্মান করে ইট পুরছে ইদ্রীস ফরাজী ও ফিরোজ হাওলাদার। ইট তৈরির জন্য পাকা সড়ক ও মোঃ আব্দুল জলিল তালুকদার নামের এক দিন মজুরের বসত ঘরে ঘেষে প্রায় ১০ ফুট গভীর করে মাটি কেটে নিয়েছে। গত রবিবার ১৭ নভেম্বর সকাল সারে ৯ টার দিকে জলিল তালুকদারের জমির পাশ থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। এমন ভাবে মাটি কেটেছে যাতে ওই দিন মজুরের জমির অধিকাংশ জায়গায় বড় বড় ফাটল ধরেছে। এছারাও পাকা সড়কের বক্স কালভার্টের মাটি সরে গেছে। যে কোন সময় বসত ঘর, সড়ক ও বক্স কালভার্ট দেবে যেতে পারে। মাটি কাটায় বাঁধা দিলে দিন মজুর জলিল তালুকদারকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হয়। জমির ফাটল ধরে ভাঙ্গনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রশাসনের কাছে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন দিন মজুর জলিল তালুকদার। এব্যাপারে মাহাদী ব্রিকস এর মালিক ইদ্রীস ফরাজী বলেন,‘ আমরা বালি ফেলে মাটি কাটার অংশ ভরাট করে ফেলব। ইতমধ্যে বালু ভরাটের জন্য পাইপ ফেলানো হয়েছে আমরা কারো ক্ষতি করব না। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘ মাটি কেটে অন্যের বসত ঘর ও সড়কের ক্ষতি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠিতে ইটভাটার জন্য বেকু দিয়ে মাটি কাটায় বসত ঘর ও কালভার্টের ক্ষতির শঙ্কা
0
Share.