নিজস্ব প্রতিবেদক : ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ ঝালকাঠিবাসীর ভাবনা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য আলোচক ছিলেন সংবিধান সংশোধন কমিশনের সদস্য এম. মঈন আলম ফিরোজী। ঝালকাঠি প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদুল হক, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, জেলা জাসদ এর সভাপতি মো. সোহরফ হোসেন, ডায়াবেটিস সমিতির সভাপতি হেমায়েত হোসেন হিমু, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট নুর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মল্লিক মু. নাসির উদ্দিন কবির, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আল-আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম । এর আগে একই বিষয় আইনজীবী গনের ভাবনা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে সংবিধান সংশোধন কমিশনের সদস্য এম. মঈন আলম ফিরোজী বলেন, ‘ সংবিধান সংস্কার করে নতুন ভাবে এমন একটি সংবিধান প্রনয়ন করতে হবে যার সুফল আগামী দুইশ বছর এদেশের মানুষ ভোগ করে যাবে। কেউ চাইলেই তাদের সুবিধার জন্য সংবিধান কাটা ছেরা করতে পারবে না। দেশের প্রতিটি মানুষের মতামতের উপর গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার করার জন্য প্রস্তাব দেওয়া হবে। আশাকরি সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনে দেশের জন্য মঙ্গলকর সুন্দর একটি সংবিধান আগামীতে প্রণয়ন করা সম্ভব হবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জিপি এ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহেব হোসেন, এ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, এ্যাডভোকেট শামীম আলম বাবু, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এ্যাডভোকেট সাকিনা আলম লিজা।
‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ ঝালকাঠিবাসীর ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
0
Share.