নিজস্ব প্রতিবেদক : নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করা লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার বিকেলে তালতলা বাজারে এ সামাবেশ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন তালুকদার। সুবিদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল সত্তার পিন্টুর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে অন্যানের মধ্যে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সমবয় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুর নবী মামুন, জেলা কৃষকদলের সভাপতি তদগির হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, নলছিটি উপজেলা কৃষক দলের আহবায়ক মো. মজিবুর রহমান, যুগ্ম-আহবায়ক মো. শামীম মল্লিক, সদস্য সচিব মো. মোস্তফা কামাল মিন্টু, ঝালকাঠি শহর কৃষকদলের সভাপতি ফারুক গাজী, ঝালকাঠি পৌর বিএনপির প্রচার সম্পাদক নয়ন মুন্সি, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. মোস্তফা আকন বক্তব্য রাখেন। কৃষক সমাবেশে সুবিদপুর ইউনিয়নের শত শত কৃষক উপস্থিত ছিলেন। পরে উপস্থিত কৃষকদেরকে উন্নত মানের খেচুরি খাওয়ানো হয়।
নলছিটির সুবিদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
0
Share.