নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করা লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শুক্রবার বিকেলে মোল্লারহাট বাজারে এ সামাবেশ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
মোল্লারহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন তালুকদার, সহ-সমবয় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুর নবী মামুন, জেলা কৃষকদলের সভাপতি তদগির হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা।
কৃষক সমাবেশে মোল্লারহাট ইউনিয়নের শত শত কৃষক উপস্থিত ছিলেন। পরে উপস্থিত কৃষকদেরকে উন্নত মানের খেচুরি খাওয়ানো হয়।
নলছিটির মোল্লারহাটে কৃষক সমাবেশ
0
Share.