নলছিটিতে ইয়াবাসহ আটক দুই

0

নিজস্ব প্রতিবেদক : নলছিটিতে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে নলছিটি পুলিশ। রবিবার রাত ১টার দিকে নলছিটি পৌর এলাকার বাইপাস এলাকা থেকে ইয়াবাসহ সোহাগ ও রনি নামে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকার মো. মকবুল হাওলাদারের ছেলে রায়হানুল ইসলাম ওরফে সোহাগ(৪৪) এবং মালিপুর এলাকার আক্কাছ হাওলাদারের ছেলে মো. রনি (২৬) পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে নলছিটি পৌরসভার বাইপাস সড়কে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা চলছে এমন খবর পায় পুলিশ। খবর পেয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় উভয়কে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৮২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share.

Leave A Reply