বিলুপ্ত ঘোষনা করা রাজাপুরের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতির প্রতিবাদ জানিয়েছে জেলা কৃষকদল

0

নিজস্ব প্রতিবেদক : প্রায় পাঁচ মাস পূর্বে বিলুপ্ত ঘোষনা করা রাজাপুর উপজেলা কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতির প্রতিবাদ জানিয়েছে জেলা কৃষকদল। সোমবার জাতীয়তাবাদী কৃষকদল ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো: তকদীর হোসেন ও সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখা কমিটি ২০২৪ সালে ০১ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষনা করা হয়। অথচ গত ২৫ জানুয়ারি রাজাপুর উপজেলা কৃষকদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফেইজবুক এর মাধ্যমে বিবৃতি দিয়ে একটি পোষ্ট করেছেন। এটা সম্পূর্ণ ভাবে বেআইনি ও ভিত্তিহীন। বর্তমানে জাতীয়তাবাদী কৃষকদল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার কোন কমিটির অনুমোদন নেই। অতএব যাহারা এধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন তাদেরকে আগামীদিন গুলোর জন্য সর্তক করা হইল। ভবিষতে এহেন কর্মকান্ড সংঘঠিত হলে জেলা কৃষকদল আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই পোষ্টের তিব্রনিন্দা জানানো হয় ।

Share.

Leave A Reply