ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুমন খান ( ৩৩ ) নামের এক যুবককে ঘুষি মেরে ও বেধরক পিটিয়ে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সারে ৬ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে বহরমপুর গ্রামে এঘটনা ঘটে। আহত মো. সুমন খান বহরমপুর গ্রামের মৃত. মো. লিয়াকত আলী খানের ছেলে তিনি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মো. সুমন খান জানান, ট্রাক দিয়ে জমি চাষ করার জন্য পারিশ্রমিক হিসেবে বালকদিয়া গ্রামের মো. হেমায়েত হাওলাদার দুই হাজার টাকা অগ্রীম নেয়। এর পরে আবার টাকা দাবি করে টাকা না পেয়ে লোক জন নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে হেমায়েত। এসময় নগদ ৭০ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইলফোন , একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। এসময় অন্য একটি স্মার্ট মোবাইলফোন ভেঙ্গে ফেলে। আহত সুমন খান বিগত ১০ বছর বিভিন্ন সময় ঝালকাঠি শহরে ছাত্রদলের কর্মসূচীতে অংশ গ্রহন করেছেন। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। তবে অভিযুক্ত মো. হেমায়েত হাওলাদারের সাথে একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Share.

Leave A Reply