নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে মাদক বিক্রি ও সেবনে বাঁধা দেওয়ায় মা-ছেলেসহ চারজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুব্রত সিকদার (২৮ ), তার স্ত্রী রিনা সিকদার (২৪), মা ঝর্ণা সিকদার (৪৫) ও শিশু পুত্র অপূর্ব (০৩) ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝালকাঠি সদর উপজেলার জগদীশপুর গ্রামে বুধবার ( ০৫ ফেব্রুয়ারী) রাত সারে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুব্রত সিকদার জানান, জগদীশপুর গ্রামের সৌরভ সিকদার, শুভ হালদার, সৌরভ হালদার, বেতরা গ্রামের সঞ্জীব বড়াল, রিমন ঘরামী ও রামপুর গ্রামের বিশ^ হালদার মিলে হাতুরি, রড ও টেডা দিয়ে সুব্রত সিকদারকে আঘাত করে। এতে সুব্রত এর বাম পা ভেঙ্গে যায় , ডান পায়ের হাটুতে ও কোমরে হাতুরি এবং রড দিয়ে বেধরক পিটিয়ে আহত করা হয়। এসময় নাক ও গলায় আঘাত করে। সুব্রতকে রক্ষার জন্য এগিয়ে এলে তার মা ঝর্ণা সিকদার, স্ত্রী রিনা সিকদারকে পিটিয়ে জখম করা হয়। পরে সুব্রত এর শিশু ছেলে অপূর্বকে ছুরে ফেলে দেয়। আহত সুব্রত সিকদার আরো জানান, বিভিন্ন সময় সৌরভ সিকদার, রিমন , সৌরভ হারদার, শুভ আহত সুব্রত সিকদারের বাড়ি কাছের একটি বাগানে বসে মাদক সেবন ও বিক্রি করে। এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে সুব্রত ও তাদের পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এসময় সুব্রত এর কাছ থেকে নদগ এক লাখ ৩৭ হাজার টাকা, চার আনা স্বর্ণ, মোবাইলফোন ছিনিয়ে নেয়। এঘটনায় ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,‘ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠিতে মাদক বিক্রি ও সেবনে বাঁধা দেওয়ায় মা-ছেলেসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ
0
Share.