নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে ঝালকাঠি এনএসকামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর বিধান দিয়েছে। তাই দেশের শাসনব্যবস্থায় ইসলামের নীতিমালা অনুসরণ করা সময়ের দাবি। তিনি আরও উল্লেখ করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা জরুরি। সৎ, যোগ্য ও ইসলাম প্রিয় নেতৃত্ব নির্বাচন করতে হবে, যারা ন্যায়বিচার ও নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। এজন্য তিনি সবাইকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের মতে, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। তবে এটি কেবল ভোটের মাধ্যমে সম্ভব নয়, বরং ব্যক্তি জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করাও জরুরি। তিনি জনগণকে দ্বীন মেনে চলার পাশাপাশি সমাজে ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে ইমান উদ্দিন হাওলাদার কেন্দ্রীয় জামে মসজিদ ও জহুরা খাতুন মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। শুক্রবার সকাল ১০টায় বিশিষ্ট আলেম ও আমিরুল মুছলীহিন হযরত মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর মসজিদ ও মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশরাফ আলী হাওলাদার সুলতান মিয়া তার পিতা-মাতার নামে তাদের পৈতৃক ভিটায় অত্যাধুনিক এই ধর্মীয় প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে ইসলামিক সঙ্গীত পরিবেশন, কুরআন তেলাওয়াত ও ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর। এছাড়া আরও বক্তব্য রাখেন আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. আবু জাফর, কড়াপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মকবুল হোসেন, ফয়রা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আশরাফ আলী হাওলাদার সুলতান মিয়া। তিনি বলেন, “আমার বাবা-মায়ের নামে এই প্রতিষ্ঠান নির্মাণ করতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে যেন এটি দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা হয়ে থাকে, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা: মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী
0
Share.