হাসান আরেফিন,নলছিটি : বার্ষিক ওরশ শরীফ কেন্দ্র করে নলছিটির আল কাদেরিয়া দরবার শরীফে ভক্তদের ঢল নেমেছে। পৌর এলাকার মালিপুরে আধ্যাতিক মানব দেওয়ান কালু শাহ নুরীর মাজারে ১১৫তম বার্ষিক ওরস উপলক্ষ্যে জমে উঠেছে মেলা। মেলায় দোকানীরা হরেক রকমের পন্যের পরসা সাজিয়েছে। শিশু কিশোরদের আনন্দ দিতে মেলা প্রাঙ্গনে বসানো হয়েছে নানা জনপ্রিয় রাইড। আজ শুক্রবার মেলা উদ্বোধনী দিনে ছিল ভক্তবৃন্দসহ দর্শার্থীদের ছিল উপচে পড়া ভীর। জানাযায়, শতবছর পূর্বে নোয়াখালির মাইজদীকোর্ট থেকে গাউছে আজম আবদুর কাদের শাহ নুরী দ্বীন প্রচারে নলছিটির মালিপুরে আসেন। বাংলা ১৩১৬ সনে স্থানীয় ধর্মপ্রচারক কালুশাহকে সাথে নিয়ে গড়ে তুলেন দরবার শরীফ। তার নাম অনুসারে দরবারের নামকরণ হয় আল কাদেরিয়া দরবার শরীফ।
সৃষ্টিকর্তার প্রতি আরাধনা এবং আধ্যাত্মিক শান্তি খুঁজতে বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) ভোর থেকে ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে দরবার এলাকা। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম হলেও দরবারের ভক্তবৃন্দসহ দর্শনার্থীদের সংখ্যা বেশি।০৭’দিনব্যাপী এই ওরসে ভক্তরা জিকির, দোয়া এবং আধ্যাত্মিক গানের মাধ্যমে সময় কাটান।
দর্শানার্থীরা বলেন, ‘প্রতিবছর বন্ধুবান্ধব নিয়ে এখানে আসি। এই পরিবেশে এসে মনটা খুব ভালো লাগে।’
( ১৯ ফেব্রুয়ারি) রাতে এই ওরসে ঐতিহাসিক সমাপ্তি হবে। তবে সমাপ্তির আগে ০৭ দিনব্যাপী চলবে নানা আনুষ্ঠানিকতা। এর মধ্যে প্রধান দিবস শুক্র,শনি ও রবিবার। রাতভর জিকির, দোয়া এবং বিশেষ আয়োজনে ভক্তদের উপস্থিতি পুরো এলাকা উৎসবমুখর করে তুলেছে।
মাজারের প্রধান খাদেম দেওয়ান মাওলানা আনোয়ার হোসেন মালিপুরি বলেন, ‘১১৫ বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে মাজারে শুরু হয়েছে বার্ষিক ওরশ শরীফ। ১৯৯৫ সনে দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবা গাউছে আজম দেওয়ান কালু শাহ নুরীর মৃত্যুরপর আমরা ভাইয়েরা কাদেরিয়া দরবারের দায়িত্ব নিয়েছি। আধ্যাত্মিকতার এই মহাযজ্ঞে প্রতি বছরই দেশের বিভিন্নস্থান থেকে হাজারো ভক্ত সমবেত হন। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তদের জন্য এটি আধ্যাত্মিক মিলনের এক বিশাল আয়োজন। এবারের আয়োজন আগের চেয়ে আরও বড় এবং জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে। কালুশাহ নুরীর মাজার প্রাঙ্গণ ইতোমধ্যেই উৎসবের রঙে সেজে উঠেছে। নানা আয়োজন, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে চলছে এই ওরশ। ভক্তদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সেবা কেন্দ্র এবং শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি।
আল কাদেরিয়া দরবার শরীফের অন্যতম পরিচালক মাহফুজ দেওয়ান বলেন, ‘এবার অন্যান্য বছরের তুলনায় ভক্তদের উপস্থিতি আরও বেশি বলে আমরা আশাবাদী। আধ্যাত্মিক এই মিলনমেলায় ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায় মাজার প্রাঙ্গণ পরিণত হয়েছে এক অনন্য পরিবেশে। এই ঐতিহ্য হাজারো মানুষের হৃদয়ে ছাপ রেখে যায় এবং সবার মাঝে একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।’
এদিকে আল কাদেরিয়া দরবারে বার্ষিক ওরস উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।