নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে প্রথম স্বাধীনতার প্রতিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আসম আ. রব এ পতাকা উত্তোলন করেন। ২মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসের স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের কাঠপট্টিরোডস্থ জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) এ কর্মসূচী পালন করেন। এতে সভাপতিত্ব করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সমীরণ হালদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান, ঝালকাঠির সহসভাপতি মো. আব্দুস সোবাহান মাস্টার, মুজিবুল হক, বীরমুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র হালদার। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তৃতায় কেন্দ্রীয় সহসভাপতি সোহরাব হোসেন ঝালকাঠি-০১(রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনে দলীয় প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
0
Share.