ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কলেজ ছাত্রকে পিটিয়ে জখম

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় ইফতারীর সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ইয়াছিন হোসেন নোহান ( ১৭) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় ৭ টার দিকে এঘটনা ঘটে। আহত ইয়াছিন হোসেন নোহান ঝালকাঠি সরকারি কলেজে এর একাদশ শ্রেনীর ছাত্র। তিনি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইয়াছিন হোসেন নোহান চিকিৎসাধীন অবস্থায় অভিযোগ করে বলেন,‘ বায়তুস সালাম জামে মসজিদে ইফতারে করার পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আব্দুল্লাহ, জুয়েল, হাবিব, সোহাগ, বাদল ও কবিতা মিলে জিআই পাইপ দিয়ে তাকে মারধর করে। এতে তিনি মাথায় জখম প্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধা করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইয়াছিন হোসেন নোহান এর মা শীলা আক্তার জানান, এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Share.

Leave A Reply