সেলিমের স্ত্রী-কন্যার পাশে জাতীয় নাগরিক পার্টি

0

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া ঝালকাঠির সেলিম তালুকদারের নবজাতক কন্যার পাশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠির সংগঠকরা।

সোমবার দুপুরে ঝালকাঠি শহরের মডেল ক্লিনিকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী ও নবজাতক কন্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এনসিপি নেতৃবৃন্দ। এসময় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারকে ফুলের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা দেয় হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমানের নির্দেশনায় ঝালকাঠির নেতৃবৃন্দের মধ্যে মো. শাহীন আলম, আব্দুল্লাহ ওমর, আবু হানিফ, নাজমুল হাসান টিটু, মুফতি মাসুম বিল্লাহ, মো. মাহাবুব মিয়া ও উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর ঝালকাঠিতে প্রথম কর্মসূচির অংশ হিসেবে তাঁরা আজ এই শহীদ পরিবারের পাশে দাড়ান। এসময় নবজাতক কন্যাকে তারা কোলে তুলে নেয়।

জাতীয় নাগরিক পার্টির ঝালকাঠির মো. শাহীন আলম আলম বলেন, ‘বিপ্লবীদের পাশে থেকে আমরা এনসিপির নেতা-কর্মীরা কাজ করার অঙ্গীকারবদ্ধ। আমরা সেই বাংলাদেশ নির্মাণে কাজ করে যাবো, যে বাংলাদেশে থাকবেনা কোনো দুর্দশা। কেন্দ্রের নির্দেশে ২৪’র আন্দোলনের সকল বিপ্লবীদের নিয়ে অল্প সময়ের মধ্যে সারা দেশে জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, ২৪ এর জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে ঝালকাঠির নলছিটি উপজেলার সেলিম তালুকদার ঢাকায় শহীদ হন। ওই সময় সেলিমের স্ত্রী সুমী আক্তার আড়াইমাসের অন্তসত্ত্বা ছিল। গত ৮ মার্চ সেলিমের স্ত্রী সুমি আক্তার শহরের একটি ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করে। নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৪’র ৩১জুলাই ঢাকায় নিহত হন।

Share.

Leave A Reply