বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে জেলা যুবদলের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের সুগন্ধা নদী তীরবর্তী বন্যার্তদের হাতে খাবার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, সেলিম হাসান খান, জাহিদুল ইসলাম, বারেক হাওলাদার, সদস্য তাজুল ইসলাম, শহর যুবদলের আহবায়ক রিয়াজুর রহমান , জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।
বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেন,‘ বাংলাদেশের সাবেক সফল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের সাধারণ মানুষের কল্যানে কাজ করে গেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয় প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ বিশে^বুকে একটি শক্ত অবস্থান ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় বাঙ্গালী জাতির ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ
0
Share.