করোনা মোকাবেলায় “ঝালকাঠির ৯০ এর দশকের ছাত্রলীগ”

0

নিজস্ব প্রতিবেদক:  ঝালকাঠির সিটি রিভার ভিউ পার্কে বৃহস্পতিবার  বিকেলে ৯০ এর দশকে ঝালকাঠির রাজপথ কাপানো সাবেক ছাত্রলীগ নেতাদের (প্রাথমিক ভাবে ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে উঠে আসা) উপস্থিতিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, সভায় উপস্থিত সর্ব সম্মতির ভিত্তিতে এই প্লাটফর্মের নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে “ঝালকাঠির ৯০ এর দশকের ছাত্রলীগ”। ঈদ পরবর্তী সময়ে সারা জেলার তৎকালীন ছাত্রলীগ নেতাদের একত্রিত করে এই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলবে বলেও সভায় জানানো হয়। সাবেক ছাত্রলীগ নেতা তরুন কর্মকারের সভাপতিত্বে ও হাবিবুর রহমান হাবিলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু সাইদ খান। এছাড়াও বক্তৃতা করেন ইদ্রিস মল্লিক, মোঃ রেজোয়ান, মোঃ আমিনুল ইসলাম খান, কামাল খলিফা, জাহিদুল ইসলাম লিটন, মোঃ মিলন হাওলাদার, হাসান মাহমুদ, কাওসার হোসেন মায়েজ, নুহু ফরাজী,মোঃ মনির, বনি আমিন, কানাই দত্ত,ডালিম দত্ত,চন্দন দত্ত, মোঃ মিলন হোসেন, তানভীর হাসান শুভ প্রমুখ।

Share.

Leave A Reply