৩৬তম বিসিএসে স্থগিত থাকা ২০ জন প্রার্থীর ফলাফল প্রকাশ

0

শিক্ষা ডেস্ক★ ৩৬তম বিসিএসে স্থগিত থাকা ২০ জন প্রার্থীর ফলাফল প্রকাশ করে তাদের বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৮ জন, শিক্ষা ক্যাডারে ৫ জন, পুলিশে ৩ জন, স্বাস্থ্য ক্যাডারে ২ জন এবং কর ও তথ্যে একজন করে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, তথ্য বিভ্রাট এবং প্রশাসনিক কারণে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২০ প্রার্থীর ফল সে সময় স্থগিত রাখে কমিশন। পরে কমিশনের গঠিত কমিটির কাছে ওই প্রার্থীরা কাজগপত্র, সনদ, তথ্য-উপাত্ত দাখিল করেন। সেসব তথ্য যথাযথ বিবেচিত হওয়ায় তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য দুই হাজার ৩২৩ জনকে সুপারিশ করা হয়েছিল।

Share.

Leave A Reply