দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: আমির হোসেন আমু

0

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশ যাতে এগিয়ে যেতে না পারে, সেজন্য ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করতে একটি মহল মাদক ছড়িয়ে দিচ্ছে। মাদক, সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ‘শুধু আইন দিয়ে সবকিছু থামানো যায় না। এ বাধাগুলো অতিক্রম করতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার সকাল ১০টায় শহরের পেট্রোলপাম্প মোড়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন শিল্পমন্ত্রী। সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সভাপতি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।আরো অনেকে।

Share.

Leave A Reply