ঠাকুরবাড়ীতে শেষ হয়েছে কার্তিকী পর্বোৎসব

0

বিশেষ প্রতিবেদক: ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের ঠাকুরবাড়ীতে অবধূত শক্তি সাগরে মহাস্নন, অঞ্জলী প্রদান, বিশেষ পূজা, ভোগ নিবেদন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে  সোববার শেষ হয়েছে ৬ দিন ব্যাপী শুভ কার্তিকী পর্বোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার ভক্তদের পদচারনায় মহা ধুুমধামে উদযাপিত হয়েছে এ উৎসব। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিলো আহরাত্র মধুমাখা গুরুনাম সংকীর্তন, প্রভাতী বন্দনা, বাল্যভোগ, শক্তি সাগরে সংক্রান্তিকৃত্যং ¯œানদানাদি, শ্রীশ্রী গুরুদেবের পাদুকাস্নান, গুরুদেবের জন্মদিবসীয় বিশেষ পুজা। সোমবার ভোর ৬ টায় মন্দির প্রদক্ষিণান্তে নাম যজ্ঞের সমাপ্তি এবং সকাল ৯ টায় রামায়ণ গানের মধ্যদিয়ে মুল অনুষ্ঠানের সমািপ্ত হয়। ৩২ প্রহর ব্যাপী এবারের অনুষ্ঠানে বাগেরহাটের ভক্ত নরোত্তম সম্প্রদায়, সিলেটের গোপাল জিউ সম্প্রদায়, সাতক্ষীরার অদ্বৈত সম্প্রদায়, ঢাকার শ্রীমান মহাপ্রভু সম্প্রদায়, বরগুনার চৈতন্য সুন্দর সম্প্রদায় এবং ঝালকাঠির স্বামী বিবেকানন্দ সম্প্রদায় নামামৃত পরিবেশন করে।

Share.

Leave A Reply