বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করলেন আমির হোসেন আমু

0

নিজস্ব প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘প্রতিকৃতি’ স্থাপন করা হয়েছে।  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর ফলক উন্মোচন করেন।  এরপর তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান রসুলের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এবং আইনজীবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইনজীবী সমিতি নিজস্ব অর্থায়নে বঙ্গবন্দুর প্রতিকৃতি স্থাপন করেছে। প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন,‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের প্রত্যেকের উচিত বঙ্গবন্ধুর আদর্শ লালন করে পথ চলা। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে । উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকার বারবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়া উচিত।

Share.

Leave A Reply