রমজানকাঠি কৃষি কলেজের প্রশিক্ষক চিত্ত রঞ্জনের পিএইচডি ডিগ্রি লাভ

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের সিনিয়র প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান চিত্ত রঞ্জন সরকার পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি ৫ ফেব্রæয়ারী পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ২য় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে পিএইচডি ডিগ্রির সনদ গ্রহন করেন। পটুয়াখালি উপকূলের দেশীয় ফলদ বৃক্ষের সংরক্ষণ ও বৈশিষ্ট্য সনাক্তকরণ কাজের উপর থিসিস করে এ ডিগ্রি অর্জন করেন। তার গবেষনায় দেশীয় ফলের কয়েকটি জাতের ছাড়করণ হয়েছে। তার ৩টি গবেষনা প্রবন্ধদেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিভাগ থেকে উদ্যান তথ্য বিষয়ে এমএসসি(কৃষি) ডিগ্রি লাভ করেন। মশুর ডালের ফলন বৃদ্ধিতে চুম্বক শক্তির প্রভাব শীর্ষক বিষয়ের উপর এটোমেটিক শক্তি কেন্দ্র ,ঢাকা এর প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড.এমএ ওয়াজেদ মিয়ার টেকনিক্যাল গাইডেন্সে থিসিস সম্পন্ন করেন।তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার নরেরকাঠি গ্রামের প্রয়াত শশী কুমার সরকার ও বিল্ববাসিনী সরকারের ছোট ছেলে। তিনি বর্তমানে সহজলভ্য হোমিওপ্যাথিক ন্যানো মেডিসিনের মাধ্যমে ফসলের রোগ দমন ও ফলন নিয়ে কাজ করছেন।এবং এ বিষয়ে তিনি নিজ এলাকায় একটি কৃষি ক্লিনিক প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছেন।

Share.

Leave A Reply