ডেইলি স্টার প্রতিনিধির ওপর হামলা, সোহাগ ক্লিনিকের মালিকসহ ৫ জনের নামে মামলা

0

নিজস্ব প্রতিবেদক : রাজাপুরে ডেইলি স্টার ঝালকাঠি প্রতিনিধির ওপর হামলার ঘটনায় সোহাগ ক্লিনিকের মালিক আহসান হাবিব সোগাগসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের হয়েছে। ডেইলি স্টার প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল বাদি হয়ে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর আহসান হাবিব সোহাগ তাঁর মালিকানাধীন ইসলামীয়া ফার্মেসীতে হামলার অভিযোগ এনে জুয়েলসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। অপরদিকে ডেইলি স্টার প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের ভাগ্নে বিকেএসপির বক্সার তানভীর অপুকে ইসলামীয়া ফার্মেসীতে আটকে রেখে মারধরের ঘটনায় সোহাগসহ আটজনের নামে একটি মামলা করেছেন অপুর বাবা আফজাল হোসেন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, ডেইলি স্টার প্রতিনিধি জুয়েলের ওপর হামলার ঘটনায় রাহাত নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ডেইলি স্টার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল অভিযোগ করে জানান, ইসলামিয়া ফার্মেসি ও সোহাগ কিøনিকের পরিচালক সোহাগের নির্দেশে তার লোকজন আমার ভাগ্নে বিকেএসপির বক্সিং খেলোয়ার তানভীর অপুকে ইসলামিয়া ফার্মেসির সামনে হামলা চালিয়ে আহত করা হয়। অপু রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে এমন খবর পেয়ে আমি বরিশাল থেকে এসে দুপুরের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে যাই ।এসময় সোহাগের নির্দেশে তার লোকজন আমার ওপর হামলা চালিয়ে আহত করে। এতে আমার বাম হাতের একটি আঙুল ভেঙ্গে যায়। এছাড়াও গত বছর সোহাগ ক্লিনিকের অপচিকিৎসার বিরুদ্ধে ডেইলি স্টারে সংবাদ প্রকাশ করায় পূর্ব থেকে আমার ওপর ক্ষিপ্ত ছিল সোহাগ । সোহাগ ক্লিনিক পরিচালক আহসান হাবিব সোহাগ অভিযোগ বলেন, কয়েক দিন আগে সোহাগ ফার্মেসি কর্তৃক ঔষধের মুল্য কম রাখার ঘোষনা দিলে অন্য ফার্মেসির মালিকরা আমার বিপক্ষে অবস্থান নেয় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী জুয়েলের মামা আবজাল ফার্মেসির লোকজন আমার ফার্মেসিতে হামলা চালিয়ে উল্টো আমার নামে মামলা দায়ের করে। এদিকে আহত ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য ও ডেইলি স্টার প্রতিনিধির জহিরুল ইসলাম জুয়েলকে শনিবার হাসপাতালে দেখতে যান ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য হাসনাইন তালুকদার দিবস, রতন আচার্য্য ও রাজু খান।

Share.

Leave A Reply