নলছিটিতে বিট পুলিশিং’র সভা অনুষ্ঠিত

0

মিলন কান্তি দাস: নলছিটি উপজেলার দপদপিয়ায় বৃহস্পতিবার দুপুরে বিট পুলিশিে এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান পিপিএম বার। বক্তব্য রাখেন নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার,দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা,এস আই জসিম, ইউপি সদস্য বাবুল দূরানী,কামাল সিকদার প্রমুখ। সভায় ইউপি সচিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিট পুলিশিং’র এ সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নলছিটি-ঝালকাঠির মানুষ নিজ নিজ এলাকায় থেকে পুলিশের সেবা পাবে। পুলিশি সেবার জন্য এখন থেকে কাউকে আর থানায় যেতে হবে না। বরিশাল রেঞ্জের ডিআইজি স্যারের দিক নির্দেশনায় পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ঝালকাঠি জেলার কোথাও মহাসড়কে কোন ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। নদিতে অবৈধ বালি উত্তলন বন্ধেও তিনি পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

Share.

Leave A Reply