ঝালকাঠিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯০ তম আবির্ভাব উৎসব পালিত

0

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে ঝালকাঠিতে পালিত হয়েছে লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯০ তম আবির্ভাব উৎসব। শুক্রবার সকালে ঝালকাঠি শীতলাখোলা ও লোকনাথ মন্দিরে চলে পূজার্চনা এবং ভক্তদের নৈবেদ্য অর্পণ ও ব্রত পালন। বিগত বছর ৪ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হলেও এবার চলমান করোনা পরিস্থিতির কারনে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এতে স্থানীয় পৌর কাউন্সিল, জেলা পূজাউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, শীতলাখোলা ও লোকনাথ মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা তরুন কর্মকার, সভাপতি এ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরনী, সহ-সভাপতি অমর বুন্ধু ঘোষ অমু, সাধারণ সম্পাদক সুব্রত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহা, কোষাধ্যক্ষ বিষ্ণু সাহা, সাংস্কৃতিক সম্পাদক উদয় শংকরসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে সমবেত হয়।

Share.

Leave A Reply