নলছিটি হাসপাতালে এক হাজার ওর স্যালাইন প্রদান

0

মিলন কান্তি দাস : ঝালকাঠি নলছিটিতে ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার প্যাকেট ওর স্যালাইন প্রদান করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানবিক মানুষ নলছিটিতে ব্যাপক ডায়রিয়া আক্রান্তের খবর শুনে এ স্যালাইনের ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুনিবুর রহমান জুয়েল’র হাতে মানবিক মানুষটির পক্ষে এক হাজার প্যাকেট ওর স্যালাইন তুলে দেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস। এ সময় উপস্থিত ছিলেন সিটিজেন ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এস আর সোহেল, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি শরীফুল ইসলাম পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক গাজী আরিফুর রহমান,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শংকর কুমার হালদার, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর ইনচার্জ মোহম্মদ নাসির উদ্দিন প্রমুখ। ওর স্যালাইন গ্রহণ করে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ধন্যবাদ জানিয়ে এমন মানবিক মানুষ আছে বলেই আমরা যে কোন বিপর্যয়ের সময় সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আবাসিক মেডিকেল অফিসার বলেন ডায়রিয়া বিপর্যয়ের কথা জানানোর পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা স্মরণীয় হয়ে থাকবে। বিপর্যয়ের সময় যে সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তি এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.

Leave A Reply