নলছিটিতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

0

 মিলন কান্তি দাস : ঝালকাঠি মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শেখ হাসিনার সরকার ‘ঘর নাই বাড়ি নাই’ এমন পরিবারকে মাথা গোজর ঠাঁই করে দিতে দেশব্যাপী গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহণ করেন। এই প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৭০টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রথম পর্যায়ে গৃহহীনদের ৪০টি ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। বাকি ৭০টি ঘরের নির্মাণকাজও প্রায় শেষের পথে। আগামী ২০ জুন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের জন্য তৈরি নতুন ঘর প্রদানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই গৃহহীন পরিবারগুলোর কাছে ঘরগুলো বুঝিয়ে দিবে স্থানীয় প্রশাসন। ১৭ জুন বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের (২য় পর্যায়) নির্মিত ৭০টি ঘর উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযােদ্ধা খােন্দকার মজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো.এনায়েত করিম,উপজেলা প্রকল্প অফিসার বিজন কুমার খরাতি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.

Leave A Reply