ঝালকাঠি জেলা পরিষদে সিডিউল বিক্রি করে রেকর্ড পরিমান রাজস্ব আয়

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলা পরিষদে রাজাপুর ও কাঠালিয়া উপজেলাধীন ৭৫ টি প্রকল্পের ২৮ টি প্যাকেজে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এই দুই উপজেলায় ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে ২৮ টি প্যাকেজের বিপরীতে ২৫১০ টি সিডিউল বিক্রি করে রেকর্ড পরিমান ৮ লক্ষ ৮৪ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে বিগত সময়ের চেয়ে সিডিউল বিক্রিতে ২৫% রাজস্ব আয় বেশি হয়েছে। এক সপ্তাহ র্পূবে ঝালকাঠি ও নলছিটি উপজেলায় ১ কোটি ২৩ লক্ষ টাকার বিপরীতে ৮৪ টি প্যাকেজে ৩৫৩৭ টি সিডিউল বিক্রি করে ১২ লক্ষ ৭৬ হাজার ৬৫০ টাকা রেকর্ড পরিমান রাজস্ব আয় হয়েছে। জেলার ৪ টি উপজেলায় ১৫৯টি প্রকল্পের প্যাকেজ ভুক্ত ৬০৪৭ টি সিডিউল বিক্রি করে সর্বমোট ২১ লক্ষ ৬০ হাজার ৬৫০ টাকা রাজস্ব আয় হয়েছে। রাজস্ব আয় থেকে জেলা পরিষদের কর্মকতা কর্মচারীদের বেতন ভাতা দেয়া হয় বলে জানিয়েছেন অফিস সংশ্লিষ্ট সূত্র। বৃহস্পতিবার (২৪ জুন ) সকাল সাড়ে ১১ জেলা পরিষদ মিলনায়তানে ২য় পর্যায় ( রাজাপুর ও কাঠালিয়া প্রকল্পভুক্ত) লটারি কার্যক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ-আলম সভাপতিত্ব করেন। এসময়ে জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আহমেদ সালেক ও সাইদুর রহমান সেন্টু, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান সহ মিলনায়তন ভর্তি ঠিকাদাররা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের এই প্রকল্পগুলো সর্বনিম্ন ১ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা ব্যয়ে প্রাক্কলন তৈরি করে ইট সলিং, সীমানা প্রাচীর, ছোট কালভাট, ঘাটলা , গভীর নলকূপ, মসজিদ, মন্দির উন্নয়ন প্রকল্প অর্ন্তভুক্ত রয়েছে।

Share.

Leave A Reply