ঝালকাঠিতে আগুনে পুড়ে গেছে দুই সহদরের দু’টি ঘর

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের মিরাকাঠি গ্রামের দুই সহদর গনেশ হালদার ও কার্তিক হালদারের দুটি ঘর অগুনে ভস্মিভুত হয়ে গেছে। বৃহস্পতিবার রাতের এ অগ্নিকান্ডের ঘটনায় পরিবাব দুটির লোকজন একে অন্যকে দায়ী করছেন। এদিকে পারিবার দু’টির মধ্যে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল এ ঘটার জেরে তাদের মধ্যে কেউ কিম্বা তৃাতীয় কোন পক্ষ এর ফায়দা নিতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাতিবেশী সুমন হালদার, দশরথ হালদারসহ অন্যান্যরা জানান, রহস্যজনক ভাবে রাত ১০ টার দিকে গনেশ হালদারের জনশুন্য ঘর থেকে অগুনের সূগ্রপাত। পার্শ্ববতী ঘরেই ছিল বিভা হালদার তার অসুস্থ্য স্বামীকে নিয়ে। স্থানীয় মিস্ত্রী বাড়িতে মৃর্ত্যু বার্ষিকী উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানে গ্রামের বেশিরভাগ মানুষ যোগ দেয়। খরব পেয়ে সেখান থেকে তারা এগিয়ে আসার আগে দুটি ঘরেই অগুনে লেগে যায়। তারা ঘরে থাকা স্বামী-স্ত্রীকে উদ্ধার করতে পারলেও মালামালসহ ঘরটি পুড়ে যায়। গনেশ হালদারের জামাতা অজিত বিশ্বাস জানান, কার্তিক হালদার ১৫ দিন আগে পরিবার পরিজন এবং ঘরের সব মালামাল নিয়ে বরিশার চলে যায়। প্রায়ই অনেক রাতে তার ছেলে বাড়িতে আসত। এর আগে বিভিন্ন সময় তার অসুস্থ্য শ্বশুর শাশুড়িকে পুড়িয়ে মারার হুমকী দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। এদিকে কার্তিক হালদারের ছেলে পবিত্র হালদার জানান, তার অসুস্থ্য মায়ের চিকিৎসা এবং তার চাকুরির সুবিধার জন্য বরিশালে ঘর ভাড়া নিয়ে থাকতে হয়েছে। ঘরটি থাকায় মাঝ মধ্যে বাড়িতে আসি। প্রতিপক্ষ আমাদের অবর্তমানে ফাঁকা ঘরটিতে অগুন দিয়ে আবার আমাদেরকেই ফাসানো চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Share.

Leave A Reply