ঝালকাঠিতে স্কুলের জমি দখল ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটি। শুক্রবার বিকেলে এই বিক্ষোভ মিছিল স্কুল ক্যাম্পাস থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্কুলের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান করতে গেলে এলাকার একটি ভুমি দস্যু চক্র স্কুলের জমিতে অবৈধভাবে ঘর নির্মান করে। এ বিষয় এলাকাবাসী প্রতিবাদ করলে তারা গত ১৮ মার্চ স্কুলের ম্যানেজিং কমিটির মিটিং চলাকালে হামলা চালায়। এই হামলায় ৩ জন আহত হয়। বর্তমানে স্কুলের জমিতে অবৈধ ঘর নির্মানের কারনে নতুন ভবনের জন্য সরকারী টাকা বরাদ্দ হলেও নতুন ভবন নির্মান করা যাচ্ছেনা। এ কারনে শ্রেণি কক্ষের সংকটে শিক্ষার্থীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। স্কুলের জমি দখলমুক্ত করতে এবং হামলার বিচার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন হামলার স্বীকার তাইফুর রহমান, জহিরুল তালুকদার ও মনির খান প্রমুখ।

Share.

Leave A Reply