ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন ইউএনও সাবেকুন নাহার

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলশ ভাবে কাজ করছেন উপজেলা নির্বাহী কমকর্তা সাবেকুন নাহার। জানাগেছে, ঝালকাঠি সদর উপজেলায় ১৬৩ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। করোনা চলা কালে প্রায় দুই বছর এসকল শিক্ষা প্রতিষ্ঠানে সাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছিল। সরকারের ঘোষনা অনুযায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পওে ঝালকাঠি উপজেলা নির্বাহী কমকর্তা সাবেকুন নাহার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করেন। করোনা চলাকালে দুই বছরে লেখা-পড়ার প্রতি অনেক শিক্ষার্থীর আগ্রহ কমে গেছিল। অনেক শিশু বিদ্যালয় থেকে ঝড়ে পরেছিল। এ থেকে শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করতে বিভিন্ন পদক্ষেভ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। এর মধ্যে ছিল মিড ডে মিল চালু করা, শিক্ষার্থীদের বিভিন্ন রকমের পুরুস্কার দেওয়া । এমনকি বিদ্যালয়ে বেশি উপস্থিত হলে তাদের জন্য পুরুস্কারের ব্যবস্থা করা হয়। লেখা পড়ায় গতি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয় । বর্তমানে করোনার ধকল কাটিয়ে ঝালকাঠি সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে ভালো ভাবে চালিয়ে নেওয়া হচ্ছে।

Share.

Leave A Reply