বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করতে গিয়ে নিজে কাঁদলেন জনতা কে কাঁদালেন…এমপি ইউনুস

0
জাকির হোসেন,বানারীপাড়া, বানারীপাড়ায় সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় দুঃস্থদের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার বই সহ স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে আর্থিক  অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ ভাতা বই ও চেক বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য  ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস । এ সময় তিনি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  স্মৃতি চারণ করতে গিয়ে কেঁদে ফেলেন, তখন উপস্থিত জনতাও কাঁদতে থাকেন। কিছু সময়ের জন্য অনুষ্ঠান স্থলে আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়। তিনি দেশের উন্নয়নের ধারা  বজায় রাখার জন্য পূণরায় স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সমাজ সেবা কর্মকর্তা জাহান কবির প্রমুখ। অনুষ্ঠান ৪১৬ জন বয়স্ক প্রতিবন্ধী ও বিধবা ভাতার বই বিতরন ও ৮টি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে ১ লাখ ৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে এমপি ইউনুস দলীয় নেতা-কর্মীদর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি রেগীদের খোজ খবর নেন এবং কয়েক জন অসহায় রোগী কে  আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আঃ মন্নান মৃধা, সদর ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, উদয়কাঠির ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগেরর  সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেন সিকদার প্রমূখ।

 

Share.

Leave A Reply