অচিরেই সারাদেশে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবেঃস্বাস্থ্যমন্ত্রী

0

২৪চাকুরী সংবাদ★★ অচিরেই সারাদেশে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দরিদ্র মানুষের একটাই জায়গা সরকারি হাসপাতাল, হেলথ কমিউনিটি ক্লিনিক। ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে না পারলে তারা কোথায় যাবে। রোববার দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। প্রায় ৫ বছর ক্লিনিক তালাবদ্ধ ছিল। মানুষ কোন সেবা পায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার কমিউনিটি ক্লিনিক চালু করেছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে ভোট। আগামী বছর নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা (বিএনপি) আসেন। নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব। মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি এই সরকারের উন্নয়নের ধারা এগিয়ে নিতে জনগণ আওয়ামী লীগকেই ভোট দিবে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. মুজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নিশিত কুমার নন্দি, বিএমএ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা. আবু সাঈদ, আখাউড়ার ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহ আলম, স্বাস্থ্য কর্মকর্তা মো. শফিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, মো. মনির হোসেন বাবুল, ওসি মো. মোশারফ হোসেন তরফদার, ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন।

মানবকণ্ঠ/এফআর/ এফএইচ

Share.

Leave A Reply