বিশ্বের সেরা প্রধানমন্ত্রীর তালিকায় দ্বিতীয় শেখ হাসিনা

0
মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণাপত্র পড়ে শোনান।  এ সময় মন্ত্রীসভার পক্ষ থেকে এ অর্জনের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ অর্জন জনগণের, তারা আস্থা রেখেছে বলেই অর্জন সম্ভব হয়েছে।’সম্প্রতি বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন প্রসঙ্গে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই তিনি বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই এ লক্ষ্য অর্জন করতে পারত।’প্রধানমন্ত্রী আরো বলেন, ‘উন্নয়নশীল দেশ হতে জাতিসংঘ নির্ধারিত সূচকগুলো বাংলাদেশ শুধু পূরণই করেনি, অনেক ক্ষেত্রে এগিয়েও আছে।’
উল্লেখ্য, উন্নয়নের সব সূচক পূরণ করে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এই ধারাবাহিকতা আরো ছয় বছর অব্যাহত থাকলে ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ।
Share.

Leave A Reply