শুরু হয়েছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা

0

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠিতে শুরু হয়েছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা। এই মেলা চলবে সাত দিন। রবিবার বিকেল সাড়ে তিন টায় স্থানীয় শিশুপার্ক মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে।শিশু পার্কের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক , বিসিকের ডেপুটি ম্যানেজার সাফায়েত করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ফরিদ উদ্দিন। এসএমই পণ্য মেলায় বিভিন্ন প্রকারের ৫০টি স্টল অংশ নিয়েছে। সাত দিনের এ মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মৃতশিল্প ও হস্ত শিল্পের বাহারি পণ্যের পসরা বসানো হয়েছে। এছাড়াও মেলা উপলক্ষে দেশিয় খেলুধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share.

Leave A Reply