ভ্রাম্যমান আদালতের অভিযান

0

নিজস্ব প্রতিবেদক:  ভ্রাম্যমান আদালত ঝালকাঠি শহরের বিভিন্ন মিষ্টিসহ খাবারের দোকানে অভিযান চালিয়েছে । এসময় লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, ইতু সুইটস ও ঘরোয়া রেষ্টুরেন্টকে সামান্য জরিমানা করে প্রাথমিক সতর্ক করা হয়। এছাড়াও আরও বেশকটি খাবারের দোকানকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করতে প্রতিষ্ঠান মালিকদের নির্দেশ দেয়া হয়। ঝালকাঠি নেজারত ডেপুটি কালেক্টর আহমেদ হাসানের (এনডিসি ) নেতৃত্ব এ অভিযানে নির্বাহী মেজিষ্ট্রেট ফকরুল হোসেন উপস্থিত ছিলেন। এনডিসি আহমেদ হাসান বলেন, আমরা সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি জনগন কে স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিতে। সেই সাথে শহরের বিভিন্ন খাবারের দোকানকে স্বাস্থ্যসম্মত খাবার তৈরীতে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে ভ্রাম্যমান আদালতের মাধ্যে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বলেন এনডিসি আহমেদ হাসান।

Share.

Leave A Reply