ঝালকাঠিতে সেনা টহল শুরু

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকানোর লক্ষে সকলে বাসায় থাকার আহবান জানিয়ে জন সমাগম বিচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ এলাকায় টহলে নেমেছে সেবাবাহিনী। অযথা বাহিরে বের হলে ও মাস্ক না পড়লেই ব্যবস্থা হুশিয়ারি জানিয়ে মাইকিং করছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার থেকে ২টি গাড়িতে সেনাবাহিনীর টিম এ টহল শুরু করে। এ টহল অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর টহল টিম। বুধবার দুপুর ২টা থেকে জেলা প্রশাসের পক্ষ থেকে কাউকে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সাথে খাবার, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেয়া হয়। সেনাবাহিনীর পাশপাশি করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে পুলিশ, ম্যাজিষ্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। এ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২৫ জন এবং প্রবাসীদের এ নির্দেশ নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।

Share.

Leave A Reply