নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মালামাল কিনছে ক্রেতা

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে দোকানের সামনে তিন ফুট নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত করে মালামাল বিক্রি করছেন দোকানীরা । বৃহস্পতিবার থেকে সকল ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকান গুলোর সামনে গোল বিত্ত করে দেয়া হয়। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খান আরিফুর রহমানের উদ্যোগে এ ব্যাবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ব্যক্তিরা গোল বৃত্তাকার দাগের মধ্যে থেকে পণ্য কিনছেন ।নির্দিষ্ট দূরত্ব বজায় থাকায় সুরক্ষা পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে সড়ক লিখনের মাধ্যমে করোনা ভাইরাস সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সেচ্ছাসেবী যুবকরা এ কাজে অংশ নিয়েছে। এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

Share.

Leave A Reply