জীবানুনাশক স্প্রে করেছে সমাজ কল্যাণ সংস্থা

0

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে নলছিটির কুলকাঠির নিলার ভিটার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে জীবানুনাশক স্প্রে করা হয়েছে । শুক্রবার সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলার ভিটা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন স্থানে জীবানু নাশক স্প্রে করা হয়। হ্যান্ড স্যানিটাইজার ও মসজিদে সাবান দিয়ে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করতে তৎপর রয়েছে সংস্থাটির সদস্যরা । এছাড়া তারা কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। জানা যায়, করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকেই সংস্থার সদস্য ,লোকমান হোসেন, কাওসার হোসেন মোহন,রিয়াজ সরদার, নাসির হাওলাদার, সাকিব তালুকদার, মোঃ শফিক মোল্লা সহ সকল সদস্যরা মাঠে রয়েছেন। দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করছে । যারা শহরে প্রবেশ করা এবং বাইরে যাওয়া মানুষ ও যানবাহনকে জীবানুমুক্ত করার জন্য জীবানুনাশক স্প্রে করছে । দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Share.

Leave A Reply