রাজাপুরে ত্রানের চাল উদ্ধার, ডিলারসহ দুই জনকে ছয় মাসের কারাদন্ড

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের হোসেন আলী ওরফে হাচেন তালুকদারের বসতঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় ৭টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সংরক্ষিত আসনে নারী ইউপি সদস্য সনিয়া বেগমের শ্বশুর হোসেন আলী  ওরফে হাচেন তালুকদার ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের হোসেন আলীর বাসায় মজুদকৃত অবস্থায় ৬টি বস্তায় ৩০ কেজি করে ১৮০ কেজি সরকারি চাল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তি গোপন রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, এ ঘটনায় হোসেন আলী ও শুক্তাগড় ইউয়িনের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেলে প্রেরণ করা হচ্ছে। তিনি আরো জানান,‘ ত্রান বিতরণে অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। চলমান করোনা ভাইরাসে সাধারণ জনগনের ত্রান নিয়ে কোন রকম অনিয়ন করতে না পারে সেজন্য প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সর্তক রয়েছে।

Share.

Leave A Reply