ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবসে ৫ কৃতি কন্যাকে সম্মাননা

0

নিজস্ব প্রতিবেদক: ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বুধবার সমাবেশ, আলোচনা সভা এবং পাঁচ কৃতি কন্যাকে সম্মাননা প্রদানের মাধ্যমে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল- দি হাঙ্গার প্রজেক্ট।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ওসি ডিবি ইকবাল বাহার খান, মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার নাছরীন আক্তার, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, শিক্ষক মানসুরা আক্তার, ৭১’র চেতনার সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, স্বর্ণকিশোরী নাছরিন আক্তার সারা, কিশোর-কিশোরী ক্লাবের ‘জেন্ডার প্রমোটার’ সালমা আক্তার ও শিক্ষার্থী সানজিদা আক্তার রিয়া আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা ৫ কৃতি কন্যাশিশুর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সংশ্লিষ্টরা হচ্ছে : নাছরিন আক্তার সারা, সৈয়দা মাহফুজা মিষ্টি, সানজিদা আক্তার রিয়া, মিম আক্তার ও বুশরা হক।

যু্ব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, প্রেস ক্লাব সহসভাপতি মানিক রায় এবং শিক্ষক, অভিভাবক ও কন্যাশিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share.

Leave A Reply