নলছিটিতে সয়াবিন চাষ

0

নলছিটি প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে সয়াবিনের ফলের চষ হয়েছে। এখন চলছে ফসল তোলার কাজ। ভবিষ্যতে অন্যা ফসল না করে কৃষকরা সয়াবিন আবাদে ঝুকে পরবেন বলে ধারনা কৃষি বিভাগের।
নলছিটি উপজেলার নাচলমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের চাষী মোঃ ফিরোজ খলিফা এ বছর প্রথম ১৬৫ শতাংশ জমিতে সয়াবিন আবাদ করেছে কৃষক। এ অঞ্চলে বারি সয়াবিন ও সোহাগ নামে এ দুই জাতের সয়াবিনের চাষ হয়েছে।
সয়াবিন চাষে তেমন কোন খরচ ও পোকামাকরের আক্রমন না থাকায় দিনে দিনে নলছিটি সয়াবিন চাষের পরিধি বাড়বে বলে ধারণা করছেন কৃষি বিভাগ। সয়াবিন দিয়ে পোলট্রি খাবার, বিস্কিট, ছাতু তৈরী হয় বলে জানায় কৃষি বিভাগ।
জানুয়ারি ফেব্রুয়ারীর প্রথম দিকে সয়াবিন বপন শুরু হয়। ৯০ থেকে ১০০ দিনের মধ্যে গাছে ফলন আসতে শুরু করে। এবার আবহাওয়া অনুকুলে না থাকায় ফসল একটু কম হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
প্রতিমন সয়াবিন বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ টাকা পর্যন্ত।
উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি জানান নলছিটি উপজেলায় এবার প্রথম সয়াবিনের চাষ হয়েছে কৃষকেরা এতে লাভবান হবে আগামীতে আরো সয়াবিন চাষে আগ্রহী হবে বলে আশা করা যাচ্ছে।

Share.

Leave A Reply