ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

0

নিজস্ব প্রতিবেদক : ‘আসুন প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সূর্যালোক ট্রাস্ট ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল রহমান জসীম। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সুজিত কান্তি বসু, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাংবাদিক দিবস তালুদার, শফিউল আজম টুটুল, আল আমিন তালুকদার, আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ, সুশাসনের জন্য নাগরিক সুজনের সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক ফাতিমা জাহান রুনু। সভায় বক্তারা শরীর সুস্থ রাখতে তামাক বর্জনের আহ্বান জানান।
এদিকে অনুরূপ কর্মসূচি পালন করেছে নলছিটি উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান, সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন আলো।

Share.

Leave A Reply